banglahour

নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী’র দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৬ মাস আগে) ২৮ অক্টোবর ২০২৩, শনিবার, ১১:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:১৫ পূর্বাহ্ন

মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সাথে সালমান এফ রহমান এর বৈঠক

ঢাকা: বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান চমৎকার অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানো সহ বিস্তৃত দ্বিপাক্ষিক বিষয় নিয়ে মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

শুক্রবার (২৭ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এমপি ও মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া উভয়ই টুইট করেন।

টুইট বার্তায় সালমান এফ রহমান এমপি উল্লেখ করেন, "উজরা জেয়ার সাথে বৈঠক করে আমি আনন্দিত। আমরা একমত যে, গণতন্ত্রে সরকার পরিবর্তনের একমাত্র উপায় নির্বাচনের মাধ্যমে। আসন্ন নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। আন্ডার সেক্রেটারি জেয়া আবারও নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না বরং বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা দেখতে আগ্রহী।"

অন্যদিকে, উজরা জেয়া তাঁর টুইট বার্তায় বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব নিয়ে জনাব সালমান এফ রহমান এমপি এর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা দুই দেশের মধ্যকার অংশীদারত্ব বৃদ্ধি করতে চাই। এছাড়াও গাজায় মানবিক সহায়তা প্রদান, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার অব্যাহত রাখার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল