banglahour

চাকরির প্রলোভন, গ্রীসে মানব পাচারকারী গ্রেফতার

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৯ নভেম্বর ২০২২, বুধবার, ৭:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২৮ অপরাহ্ন

ঢাকা: সিআইডির মানব পাচার অপরাধ দমন ইউনিট মানব পাচারকারী চক্রের ০১ (এক) সদস্যকে গ্রেফতার করেছে।

মানব পাচার অপরাধ দমন ইউনিটের এসআই আব্দুস সামাদ মোল্লার নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ ছালাউদ্দিন (৪১)কে ০৭/১১/২০২২ তারিখ সন্ধ্যায় ডিএমপি ঢাকার রমনা থানাধীন শান্তি নগর এলাকা হতে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামী মানব পাচারকারী দলের সদস্য। 
উক্ত আসামী অন্যান্য আসামীদের সহায়তায় ০৬জনকে উচ্চ বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে গ্রীস পাঠানোর আশ্বাস দেয়।

আসামী এবং তার সহযোগীরা বিভিন্ন লোকজনের কাছ থেকে বিদেশ প্রেরণের কথা মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।
উক্ত ঘটনায় গোয়াইনঘাট (সিলেট) থানার মামলা নং ০৫(৩)২০ ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬/৭/৮/৯/১০ রুজু করা হয়। 

এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিআইডির  মানব পাচার অপরাধ দমন ইউনিট কাজ করে যাচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল