banglahour

ঘুষ ও হয়রানির বিরুদ্ধে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১১:৩৪ পূর্বাহ্ন

কুমিল্লা: জেলার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর কর্মকর্তাদের বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানাধীন নিমসার এলাকায় গ্যাস পাইপ লাইন নির্মাণ কাজে গ্রাহক ও ঠিকাদারকে হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, কুমিল্লা থেকে তিন সদস্যের সমন্বয়ে গঠিত টিম বুধবার (০৯-১১-২০২২খ্রি.) তারিখে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর ডিজিএম (কোয়ালিটি কন্ট্রোল) প্রকৌশলী মাহবুবুল আলম সিদ্দিকীসহ বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে এবং অভিযোগের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহ করে। 

এছাড়া এনফোর্সমেন্ট টিম কর্তৃক কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবস্থিত আগতা ফিল্ড মিলস লি.; এলিট হাইটেক ইন্ডাস্ট্রিজ ও  এনজেল টেক্সটাইল কম্পোজিট মিলস লি. এ উক্ত ঘটনার সাথে সম্পর্কিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মূল ঘটনাস্থল পরিদর্শন ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলে অভিযোগের আংশিক সত্যতা পায়। নির্ধারিত সতর্কতা ও পদ্ধতি অবলম্বন করে পাইপ লাইন হয়নি মর্মে এনফোর্সমেন্ট টিম জানতে পারে। 

অভিযানে প্রাপ্ত তথ্যাদি এবং সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে টিম শীঘ্রই কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল