banglahour

‘গাজা প্রস্তাব’ এর নিন্দা করেছে হামাস

বিশ্ব |

(৪ মাস আগে) ২৩ ডিসেম্বর ২০২৩, শনিবার, ১১:৪৮ অপরাহ্ন

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষেদ ‘গাজা প্রস্তাব’ নাম দিয়ে গাজায় ত্রাণ পাঠানোর পাস হয়েছে। অবশ্য হামাস এর নিন্দা করেছে। তারা বলছে এটি অপর্যাপ্ত। মূলত গাজায় অধিকহারে ত্রাণ সহায়তার জন্য এ প্রস্তাব পাস করা হয়েছে।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। যথারিতি ভোট দানে বিরত ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া ।

সংযুক্ত আরব আমিরাত এক সপ্তাহ আগে নিরাপত্তা পরিষদে প্রস্তাবটির তুলেছিল। প্রস্তাবটির প্রাথমিক খসড়ায় গাজায় ‘অনতিবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা’ পাঠানোর কথা বলা হয়েছিল। কিন্তু এক সপ্তাহ দেরি করিয়ে প্রস্তাবটি থেকে যুদ্ধবিরতির পুরো বিষয়টি মুছে দিতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে যুদ্ধবিরতির কথা না বলায় গাজায় ইসরায়েলের বর্বর হামলা চলতেই থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে গাজার সাস্থ্যবিভাগ জানিয়েছে গত ২৪ ঘন্টায় ইসরাইলি হামলায় আরো ২০০জন নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩৭০ প্রায়। গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর গাজায় ইসরাইলে বোমা হামলায় প্রায় বিশ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র: আল-জাজিরা,

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল