banglahour

সুষ্ঠু নির্বাচন করার জন্য সব প্রস্তুতি নিয়েছে পুলিশ

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৪ মাস আগে) ৬ জানুয়ারি ২০২৪, শনিবার, ৩:৪২ অপরাহ্ন

ফাইল ফটো

ঢাকা: নির্বাচন কমিশনের নির্দেশে নির্বাচন সুষ্ঠু করার জন্য সব প্রস্তুতি নিয়েছে পুলিশ। ৪২০২৫টি কেন্দ্রে দায়িত্ব পালন করবে।

কেউ নাশকতা করার চেষ্টা করলে কঠোর ভাবে দমন করা হবে। নাগরিকদের আশ্বাস দেয়া হচ্ছে যে পুলিশ সচেষ্ট আছে। নির্বিঘ্নে ভোটাররা ভোট দিতে পারবে। জরুরি প্রয়োজনে ৯৯৯বা নিকট থানায় যোগাযোগ করলে জরুরী সহায়তা টিম চলে যাবে।

সবাই মিলে একটি শান্তি পূর্ণ নির্বাচন করতে সক্ষম হবে। প্রতিটা কেন্দ্রে আজ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। ইন্টারনেট এ যাতে কেউ গুজব ছড়িয়ে কিছু না করতে পারে সেজন্য সাইবার টিম সতর্ক আছে।
সকল কেন্দ্রের নিরাপত্তার জন্য সব বাহিনীকে নিয়ে একযোগে কাজ হচ্ছে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত পুলিশ। বিশৃঙ্খলা করার কোনো সুযোগ পাবেনা বলে হুশিয়ারী দিয়েছে তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল