banglahour

ভারত নির্ভরতা কমাতে তুরস্কে মুইজ্জু

বিশ্ব | বাংলাআওয়ার ডেস্ক

(৩ মাস আগে) ২১ জানুয়ারি ২০২৪, রবিবার, ১০:৩২ পূর্বাহ্ন

প্রতিবেশী ভারতের ওপর নির্ভরতা কমাতে ও দেশের গভীর সমুদ্রসীমায় নজরদারি চালাতে ও তুরস্ক থেকে আধুনিক রিকন ড্রোন কিনছে মালদ্বীপ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মালদ্বীপভিত্তিক গণমাধ্যম দি মালদ্বীপ জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারত নির্ভরতা কমাতে তুরস্কের সাথে ৩ কোটি ৭০ লাখ ডলারের চুক্তি করেছে মালদ্বীপ।
তুরস্ক থেকে আনা নতুন ড্রোনগুলো ডর্নিয়ার বিমানের স্থলে প্রতিস্থাপিত হবে। এর মাধ্যমে মালদ্বীপ সমুদ্রের গভীরে আরো নজরদারীর সক্ষমতা লাভ করবে।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে ক্ষমতায় এসেই মালদ্বীপ থেকে ভারতীয় প্রভাব দূর করার ঘোষণা দেন প্রেসিডেন্ট মুইজ্জু। ইতোমধ্যে তিনি চীন সফর করেছেন। ওই সফর থেকে ফিরেই আগামী ১৫ মার্চের মধ্যে তার দেশ থেকে ভারতীয় সেনাদের চলে যেতে বলেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল