banglahour

আমরা চাই এমন একটা পরিস্থিতি সৃষ্টি হোক, যার মাধ্যমে সরকারের পতন ঘটবে

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ মাস আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৩:১৫ অপরাহ্ন

ঢাকা: আমরা চাই এমন একটা পরিস্থিতি সৃষ্টি হোক, যার মাধ‌্যমে এই সরকারের পতন ঘটবে। এখন কথা কম, কাজ বেশি- এটাকে সামনে নিয়েই আমদের এগিয়ে যেতে হবে। এটা আমি ২৮ তারিখের পরেও বলেছিলাম, এখনো বলছি। আমাদের ভোটাধিকার সংরক্ষণে মানবকল্যানের মাধ্যমে এগিয়ে যেতে হবে। এর জন্য আমাদের যে জাতীয় নেতারা আছে তাদের এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলন আয়োজিত গণতন্ত্র, মানবাধিকার-ভোটের অধিকার চাই শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

তিনি বলেন, দেশ আজ হায়নার মুখে।‌ দে‌শে রাজনী‌তি নাই। দেশে য‌দি রাজনীতি না থাকে, রাজনীতির প্রক্রিয়ার এগিয়ে নেয়ে সম্ভব না হয়, তাহলে হায়নাদের কবল থেকে দেশেকে মুক্ত করা সম্ভব হবে না।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল