banglahour

সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বাধা

রাজনীতি | বাংলাআওয়ার ডেস্ক

(২ মাস আগে) ২৮ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার, ৩:১৩ অপরাহ্ন

ঢাকা: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকের অর্থ লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের লাঠি চার্জে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকিসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে গুলিস্থানের জিরো পয়েন্টে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন তারা। এ সময় মঞ্চের নেতা–কর্মীরা ব্যারিকেড ভাঙতে চাইলে পুলিশ বাঁধা দিলে সংঘর্ষ বাঁধে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি শাহ্ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন, ‘ওনারা অনুমতি ছাড়া এখানে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছেন।  ব্যারিকেড অতিক্রম করে সচিবালয় ঢোকার চেষ্টা করে। আমরা বারবার বোঝানোর চেষ্টা করলেও ওনারা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকতে চেয়েছেন। যারা ব্যারিকেড ধাক্কাধাক্কি করছিল, তাদের দেখেই মনে হচ্ছিল—এরা ব্যারিকেড ভাঙার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত লোক। আমাদের মনে হয়েছে, ওনারা এই ব্যারিকেড ভাঙার জন্য লোক ভাড়া করে নিয়ে এসেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল