banglahour

ট্রেনের ভাড়া বৃদ্ধি করার কোনো পরিকল্পনা-রেলপথমন্ত্রী।

জাতীয় |

(২ মাস আগে) ১৬ মার্চ ২০২৪, শনিবার, ৫:৩৭ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধা রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, যখন আমরা ট্রেনের টিকিটের ভাড়া বাড়াবো, তখন আগে থেকে জানিয়ে দেয়া হবে। বর্তমানে ট্রেনের ভাড়া বৃদ্ধি করার কোনো পরিকল্পনা আমাদের নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আজ দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ হলরুমে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন. ট্রেনের বর্তমান নির্ধারিত ভাড়া অনেকদিন ধরেই আছে। সে ২০১৬ সাল থেকে আছে। সবকিছুর দাম বেড়েছে। তেলের দাম বেড়েছে, বগির দাম বেড়েছে, ইঞ্জিনের দাম বেড়েছে, কর্মকর্তা-কর্মচারীদের বেতন বেড়েছে।

এসময় রেলের জমি পুনরুদ্ধার করে রেলওয়ের পাশে অবস্থানরত ছিন্নমূল মানুষ ও রেলওয়েতে কর্মরত শ্রমিকদের পুনর্বাসন করার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল