banglahour

ইফতারে ‘তরমুজ খেয়ে’ হাসপাতালে একই পরিবারের ৪ জন

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ২৫ মার্চ ২০২৪, সোমবার, ১১:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:২১ অপরাহ্ন

রাজবাড়ীতে তরমুজ খেয়ে একই পরিবারের চারজন অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রবিবার ইফতারে তরমুজ খেয়ে তারা ডায়রিয়ায় আক্রান্ত হলে আজ দুপুর দেড়টার দিকে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ সবাই রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলী জয়পুর গ্রামের বাসিন্দা। রোগীরা হলেন- আমজাদ হোসেন (৫২), ছেলে রুহুল আমিন (২৩), পুত্রবধূ রূপসি বেগম (২০), নাতনী রাজিয়া আক্তার (১৩)।

হাসপাতালে চিকিৎসাধীন রুহুল আমিন জানান, শনিবার (২৩ মার্চ) রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজার থেকে একটি তরমুজ কেনেন। ওইদিন অর্ধেক তরমুজ খাওয়া হয়। রোববার ইফতারের সময় বাকি অর্ধেক তরমুজ পরিবারের সবাই মিলে খান। পরবর্তীতে পরিবারের পাঁচ সদস্যের মধ্যে চারজনই অসুস্থ হয়ে পড়েন। ফলে আজ দুপুরে তারা সদর হাসপাতালে ভর্তি হন।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, অসুস্থদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আসলে কী কারণে এমনটা হয়েছে তা পরীক্ষা করে বলা যাবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল