banglahour

ঈদ যাত্রা শুরু না হতেই তীব্র যানজট, নেই নতুন কোনও উদ্যোগ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ৩১ মার্চ ২০২৪, রবিবার, ১২:৪০ অপরাহ্ন

এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে সড়ক ও সেতুমন্ত্রী এমন ঘোষণা দিলেও সেই অনুযায়ী তেমন কোনও উদ্যোগ চোখে পড়েনি। বরং মন্ত্রী কেবল পদ্মাসেতুর সুবিধার কথা বিবেচনা করে এমন দাবি করেছেন বলে অভিমত সংশ্লিষ্টদের।

সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো কাজের কাজ যেটা করেছে সেটা হলো তারা যানজটপ্রবণ ১৫৫টি স্পট চিহ্নিত করেছে। কিন্তু চিহ্নিত স্থানগুলোতে কীভাবে যানজট নিরসন করা হবে সে বিষয়ে এখনও সুস্পষ্ট রোডম্যাপ তৈরি হয়নি।

বরং সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যানজট নিরসনে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে এর বেশিরভাগই বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়নি।

গত ২১ মার্চ রাজধানীর বনানীতে অবস্থিত বিআরটি অফিসে আন্তঃসংস্থার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন পরামর্শ আসে। ওই সভায় সাবেক নৌ-পরিবহণমন্ত্রী মো. শাহজাহান খান পরামর্শ দিয়েছিলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হানিফ ফ্লাইওভার, বঙ্গবন্ধু সেতুসহ সব সেতু, ফ্লাইওভার ও সড়কের টোল ফ্রি করে দেওয়া।

এই কদিনের টাকা সরকার ভুর্তকি দেবে। তাহলে যানজট অনেকাংশে লাঘব হবে। ওই সভায় পুলিশের পক্ষ থেকে সড়ক, সেতু ও ফ্লাইওভারে টোল ফ্রি করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ঈদের ছুটি বাড়ানোরও পরামর্শ আসে। অন্যদিকে যাত্রীকল্যাণ সমিতি সংবাদ সম্মেলন করে ঈদের আগে ছুটি দুদিন বাড়ানোর দাবি জানিয়েছে।

কিন্তু এসব প্রস্তাবনার কোনওটিই আমলে নেওয়া হচ্ছে না।

ফলে প্রতিবারের মতো এবারও ঈদ আনন্দযাত্রা দুর্ভোগের মধ্য দিয়েই শেষ হওয়ার শঙ্কা রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল