banglahour
গড়লেন রেকর্ড

টি-টোয়েন্টিতে এখন ৩০০ ডিসমিসালের মালিক ধোনি

খেলা | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ১ এপ্রিল ২০২৪, সোমবার, ১১:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৫০ অপরাহ্ন

ম্যাচের সম্ভাবনা তখন কার্যত শেষ। তবু গ্যালারিতে মাহেন্দ্র সিং ধোনির নামে উঠেছে রব। ৪২ পেরুনো ধোনিও কম গেলেন না। চার-ছক্কার ঝড়ে মনে করালেন ফেলে আসা সময়। ম্যাচটিতে একটি মাইলফলকও স্পর্শ করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। প্রথম উইকেটকিপার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩০০ ডিসমিসালের মালিক হয়েছেন তিনি।

বিশাখাপত্তমে রোববার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০ রানে হেরেছে ধোনির চেন্নাই সুপার কিংস। তাতে ১৬ বলে ৩ ছক্কা, ৪ বাউন্ডারিতে গ্যালারি মাতান ধোনি। আট নম্বরে তিনি নামার আগেই ম্যাচ থেকে ছিটকে যায় চেন্নাই। এদিন ফিল্ডিংয়ে মাইলফলক স্পর্শ করেন ধোনি। রবীন্দ্র জাদেজার বলে পৃথ্বী শ'র ক্যাচ জমিয়ে ৩০০ ডিসমিসালের মালিক হন তিনি। তাতে আছে ২১৩টি ক্যাচ ও ৮৭টি স্টাম্পিং।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ডিসমিসালের রেকর্ডে ধোনির পরে আছেন দিনেশ কার্তিক ও কামরান আকমল। দুজনের ডিসমিসালই ২৭৪ করে। কুইন্টেন ডি ককের ২৭০ আর জস বাটলারের আছে ২০৯টি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল