(১ বছর আগে) ২ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩:২৫ অপরাহ্ন
যদিও চাকরির বয়স সীমা আর মাত্র ১০ দিন কিন্তু এরই মধ্যে (১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে তার পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। সরকারি চাকরিতে এটা নতুন কিছু নয়। বরং এরকম পদোন্নতিতে বসরের পর যাবতীয় সুযোগ সুবিধা পাওয়া যায়।
আদেশে উল্লেখ করা হয়— অধ্যাপক নেহাল আহমদকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
মাউশি অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক একজন প্রফেসর অর্থাৎ গ্রেড-৪ এর মর্যাদাপ্রাপ্ত। গ্রেড-১ পাওয়ার পর তিনি এখন সচিব সমমর্যাদার।
ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর নেহাল আহমেদ ২০২২ সালের ৩১ জানুয়ারি মাউশি অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পান।