banglahour

ইউটিউব দেখে বুথে ডাকাতির পরিকল্পনা আরিফুলের : পুলিশ

অপরাধ | প্রেসবিজ্ঞপ্তি

(৩ সপ্তাহ আগে) ২২ এপ্রিল ২০২৪, সোমবার, ৭:০১ অপরাহ্ন

ইউটিউব দেখে ব্যাংকের বুথে ডাকাতির পরিকল্পনা করেন মো. আরিফুল ইসলাম। পরিকল্পনা অনুযায়ী মিরপুর এলাকার একটি বিপণিবিতান থেকে চাপাতি, শাবল, হাতুড়ি কিনে নেন। এর পর গুলশান এলাকায় নিরিবিলি ধরনের এটিএম বুথ খুঁজতে থাকেন। ১০ এপ্রিল রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে গুলশানের শাহজাদপুর এলাকার একটি বেসরকারি ব্যাংকের বুথে ডাকাতির সিদ্ধান্ত নেন আরিফুল। নিরাপত্তাকর্মী হাসান মাহমুদকে কুপিয়ে হত্যা করে বুথ ভেঙে টাকা ডাকাতি করার চেষ্টা করেন তিনি।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল এসব কথা বলেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার রাজধানী ঢাকার কালাচাঁদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, আরিফুল ইট, বালু, পাথরের ব্যবসা করতে গিয়ে ১৪-১৫ লাখ টাকা লোকসান করেন। পরে কিডনি বিক্রি করে সেই টাকা পরিশোধের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ইউটিউবে ব্যাংকের বুথে ডাকাতির একটি দৃশ্য দেখে তিনি এটিএম বুথে ডাকাতির পরিকল্পনা করেন।

হারুন অর রশীদ বলেন, ঘটনার দিন জলপাই রঙের একটি টি–শার্ট পরে একটি ব্যাগে করে চাপাতি, শাবল নিয়ে প্রথমে বুথের নিরাপত্তারক্ষীকে কুপিয়ে হত্যা করেন আরিফুল। পরে ১০ থেকে ১২ বার বুথ ভাঙার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর পোশাক পরিবর্তন করে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন।

হত্যার শিকার হওয়া ওই নিরাপত্তারক্ষীর নাম হাসান মাহমুদ (৫৫)।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল