banglahour

ময়মনসিংহ নগরীতে রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী নিহত

সারাদেশ | অনলাইন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১২:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:১২ অপরাহ্ন

 ময়মনসিংহে মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নগরীর বিদ্যাময়ী স্কুলের পেছনে নতুনবাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘনা ঘটে। এতে ২ যাত্রী ঘটনাস্থলেই ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন। 

নিহতদের মধ্যে একজন পুরুষ (৫০) ও একজন নারী (৪০) রয়েছে। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ জংশন স্টেশন ছেড়ে আসে। কিন্তু বিদ্যাময়ী স্কুলের পিছনের লেভেলক্রসিংটি বাঁশ দিয়ে আটকানো না থাকায় একটি যাত্রীবাহী অটোরিকশা পঁচাপুকুরপাড় সড়কে উঠার সময় ওই ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়। 

এ সময় অটোরিকশাটি লেভেলক্রসিং থেকে কমপক্ষে ২০০ হাত দূরত্বে নতুনবাজার রেলক্রসিং পর্যন্ত টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে রেললাইনের দুপাশে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ও জিআরপি ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

কোতোয়ালি মডেল থানার ওসি মাঈন উদ্দিন জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজন পুরুষ ও আরকজন নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে। তবে অটোরিকশায় কয়জন ছিল সেটি জানা যায়নি।

 


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল