banglahour

সাজেকের ট্রাক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েছে, পরিচয় এখনও অজ্ঞাত

সারাদেশ | অনলাইন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৮:৫২ পূর্বাহ্ন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। চিকিৎসাধীন রয়েছেন আরও ছয়জন।

বুধবার বিকালে উপজেলার সাজেকের উদয়পুর সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল বলেন, সীমান্ত সড়কের কাজ শেষে ড্রাম ট্রাকে করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। 

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা পৌঁছলে বিস্তারিত জানা যাবে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে পৌঁছতে সময় লাগছে। 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল