banglahour

ক্যাপেলো কাকে এগিয়ে রাখলেন ? মেসি নাকি রোনালদো?

খেলা | অনলাইন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১০:৩৬ পূর্বাহ্ন

গত দেড় দশকের বেশি সময় ধরে ফুটবল দুনিয়ায় রাজত্ব করছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দুজন মিলে জিতেছেন ১৩টি ব্যালন ডি’অর। বিশ্বব্যাপী দুজনের ভক্ত–সমর্থকও অগণিত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এ দুই মহাতরকার শ্রেষ্ঠত্ব নিয়ে ভক্তদের লড়তে দেখা যায়। যে লড়াই অনেক সময় সীমাও ছাড়িয়ে যায়।

অবশ্য ভক্ত–সমর্থকেরাই নন, সাবেক–বর্তমান ফুটবলার, কোচ এবং বিশেষজ্ঞদেরও বিভিন্ন সময় দুজনের পক্ষ নিয়ে কথা বলতে দেখা যায়। এডেন হ্যাজার্ড–গ্যারি লিনেকারের কাছে যেমন মেসি সেরা হলেও রয় কিন আবার এগিয়ে রেখেছেন রোনালদোকেই।

মেসিকে কেন রোনালদোর চেয়ে এগিয়ে রেখেছেন তা ব্যাখ্যা করে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ ক্যাপেলো বলেছেন, ‘রোনালদো একজন অসাধারণ খেলোয়াড়। সে শিরোপা জিতেছে, ব্যালন ডি’অর জিতেছে কিন্তু আমি আগেও বলেছি সে মেসির মতো মহান নয়। যদি আমাকে আপনি ক্রিস্টিয়ানো রোনালদো বা মেসির কথা বলেন, তবে আমি মেসিকেই এগিয়ে রাখব।’

রোনালদো মেসির মতো ‘জিনিয়াস’ নন বলে মন্তব্য করে ক্যাপেলো আরও যোগ করেন, ‘রোনালদো একজন দারুণ স্কোরার। তার শটসহ সবকিছু দারুণ। সে জানে সবকিছু কীভাবে করতে হয়। তবে সে প্রতিভাবান নয়। বিষয়টা খুবই সরল।’

মেসি-রোনালদো এখন নিজেদের গোধূলীবেলা পার করছেন। দুজনই খেলছেন ইউরোপের বাইরে। মেসি খেলছেন মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে এবং রোনালদো প্রতিনিধিত্ব করছেন সৌদি আরবের ক্লাব আল নাসরকে। দুজন দুই ভুবনের বাসিন্দা হলেও এখনো ফুটবল দুনিয়ায় আগের মতোই প্রাসঙ্গিক তাঁরা। প্রতিনিয়ত তাঁদের শ্রেষ্ঠত্ব নিয়েও তাই চলে তর্ক ও কথার লড়াই। যেখানে কখনো মেসি জেতেন তো আবার কখনো জয় হয় রোনালদোর।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল