banglahour

দর্শনাগামী বাস হতে ৫ কোটি টাকার স্বর্ন উদ্ধার, ভারতীয় নাগরিক সহ আটক ১২

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৭ নভেম্বর ২০২২, রবিবার, ৯:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩২ পূর্বাহ্ন

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দর্শনাগামী একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় ৬৩৭ ভরি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসময় ভারতীয় নাগরিকসহ ১২ জনকে আটক করা হয়েছে।  

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টায় ঢাকার মাজার রোড (গাবতলী) হতে বাবুবাজার ব্রীজ হয়ে দর্শনাগামী পূর্বাশা পরিবহন ও রয়েল পরিবহনদুটি এসি বাস হতে উপ পরিচালক জনাব সানজিদা খানম এর নেতৃত্বে ৫ কোটি টাকা মুল্যের প্রায় ৬৩৭ ভরি স্বর্ণ উদ্ধার ও ৩ ভারতীয় নাগরিক সহ ১২ জন আটক করে।

শনিবার (২৬ নভেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জের বাবু বাজার ব্রিজের কাছ থেকে স্বর্ণ উদ্ধারসহ অভিযুক্তদের আটক করা হয়। 

প্রাথমিকভাবে সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হলে তাদের নিকট স্বর্ণবার থাকার কথা অস্বীকার করেন। পরবর্তীতে সন্দেহভাজন যাত্রীদের শরীরের অভ্যন্তরে লুকায়িত অবস্থায় স্বর্ণ আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পার্শ্ববর্তী ঝিলমিল হাসপাতাল (প্রাঃ) লিঃ এ নিয়ে এক্সরে পরীক্ষণ সম্পন্ন করা হয়।

পরীক্ষণ সম্পন্ন করে মোট ১২ জন যাত্রীর মধ্যে ৫ জনের রেক্টাম এবং ৭  জনের লাগেজের হ্যান্ডলবার, মানি ব্যাগ, কাঁধ ব্যাগ এর বিভিন্ন অংশে বিশেষভাবে লুকায়িত অবস্থায় মোট ৭৪৩২ (সাত হাজার চারশত বত্রিশ) গ্রাম বা ৬৩৭.১৭ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, তাদের নিকট এসব স্বর্ণ বার আমদানি বা ক্রয়ের স্বপক্ষে বৈধ কোন দলিলাদি পাওয়া যায়নি।

আটককৃত যাত্রীরা হলেন- রাহাত খান (৩৩), মোহসিন আল মাহমুদ (২৯), কাজী মামুন(৩৪) ও সৈয়দ
আমীর হোসেন(৩৪), শামীম (২৩), মামুন (৩৭), বশির আহমেদ কামাল (৩৭), মামুন সরকার (৩৭), আতিকুর রহমান মীনা (৪২) এবং ভারতীয় ০৩ (তিন) জন নাগরিক নবী হুসাইন(৪৬), শাহাজাদা (৪৭) ও মোহাম্মদ ইমরান (৩৭)।

সকল স্বর্ণ উদ্ধার কার্যক্রম দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপস্থিত পুলিশ সদস্যদের সম্মুখে সম্পন্ন করা হয়। উক্ত আটকের বিষয়ে The Customs Act, 1969 অনুযায়ী বিভাগীয় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং একই সাথে আটককৃত আসামীদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল