banglahour

পৃথিবীর কোন দেশে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হয়- ওবায়দুল কাদের

সচিবালয় |

(১ বছর আগে) ৩ অক্টোবর ২০২২, সোমবার, ৭:৪২ অপরাহ্ন

ঢাকা: বিএনপিকে নালিশ পার্টি উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর কোন দেশ প্রতিদিন বিদেশিদের কাছে নালিশ করে? সকালে ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে গুলশান, বারিধারায় যায় নালিশ পার্টি নালিশ করতে। যাদের কাছে নালিশ করে আমি তাদেরকে সবিনয়ে জিজ্ঞেস করছি, পৃথিবীর কোন দেশে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হয়? বাংলাদেশে কেন হবে? তত্ত্বাবধায়কের পচা গলিত লাশ মিউজিয়ামে পাঠিয়েছি।
আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের দুর্গাপূজা মণ্ডপে সন্ধিপূজা পরিদর্শন শেষে বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, যারা এখানে তত্ত্বাবধায়কের গল্প শোনেন তাদেরকে বলতে চাই, গণতন্ত্রের গল্প শুনুন, বলুন। কিন্তু আজকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আপনাদের এত মাথাব্যথা কেন? নিজেদের দেশের আয়নায় নিজেদের দেশের গণতন্ত্রের চেহারা দেখুন। তারপর বাংলাদেশ নিয়ে মন্তব্য করতে আসুন।

এ সময় পূজামণ্ডপে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল শাহা, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল