banglahour

ডাস্টবিনে থাকা বোমা বিস্ফোরিত হয়ে ডিএনসিসি চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১০:১০ পূর্বাহ্ন

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় ডাস্টবিনে ময়লায় থাকা বোমা বিস্ফোরিত হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন।


বুধবার (৩০ অক্টোবর) সকালের এই দুর্ঘটনায় আহতদের শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহত পরিচ্ছন্নতা কর্মীরা হলেন, আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮), সাইফুল ইসলাম (৪৭)।


এদিকে রাত ১০টায় আহত পরিচ্ছন্নতা কর্মীদের দেখতে হাসপাতালে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।


তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আহতদের শরীরে কয়েকটি স্থানে ক্ষত হয়েছে তবে সকলেই আশঙ্কামুক্ত।


উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ আহত পরিচ্ছন্নতা কর্মীদের সার্বিক সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন। পরে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদেরও শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সাথে কথা বলেন।


ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেন, কর্পোরেশনের পক্ষ থেকে আহত পরিচ্ছন্নতা কর্মীদের চিকিৎসার সকল ব্যবস্থা করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল