banglahour

রবীন্দ্রনাথকে অপমানের অভিযোগে ‘কপিল শর্মা শো’-এর বিরুদ্ধে প্রতিবাদে শ্রীজাত

বিনোদন | বিনোদন ডেস্ক

(২ মাস আগে) ২ নভেম্বর ২০২৪, শনিবার, ১২:১৯ অপরাহ্ন

বিখ্যাত কবি ও পরিচালক শ্রীজাত অভিযোগ করেছেন, ‘কপিল শর্মা শো’-তে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিযোগ অনুযায়ী, শো-তে বলিউড অভিনেত্রী ও বাঙালি বংশোদ্ভূত কাজলকে সামনে রেখে কৌতুক অভিনেতা কৃষ্ণা অভিষেক রবীন্দ্রনাথের ‘একলা চলো রে’ গানটি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন এবং অবজ্ঞাসূচক অঙ্গভঙ্গি করেন।

শ্রীজাত লেখেন, “রবীন্দ্রনাথের একটি গানকে মস্করার সরঞ্জাম হিসেবে বেছে নেওয়া হয়েছে। এটি পরিকল্পিত চিত্রনাট্যের অংশ।” তিনি আরও জানান, রবীন্দ্রনাথের গান নিয়ে এ ধরনের কটাক্ষ তার সম্মান ও শালীনতার সীমা ছাড়িয়েছে। পোস্টে তিনি কপিল শর্মা শো-এর প্রযোজক ও সম্প্রচারকারী চ্যানেলের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং জানান, দাবি না মানলে তিনি আইনি পদক্ষেপ নেবেন।

পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত শ্রীজাতের পাশে দাঁড়িয়ে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অশিক্ষার উদাহরণ।” তিনি আরও আক্ষেপ করেন যে, বলিউডে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্বকে সম্মান দেওয়ার উপলব্ধির অভাব দেখা যাচ্ছে।

ইতিমধ্যে, শ্রীজাতের এই প্রতিবাদে সমর্থন জানিয়েছেন বাংলা বিনোদন জগতের অনেক তারকা, যার মধ্যে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, সুমন ঘোষ, এবং ইমন চক্রবর্তী সহ আরও অনেকে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল