banglahour

বগুড়া-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান হিরো আলম

বিনোদন | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার, ৬:১১ অপরাহ্ন

ঢাকা: আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি নৌকার নমিনেশন পাবো। কথাগুলো বলেছিলেন সময়ের আলোচিত ব্যক্তি হিরো আলাম। তিনি বিএনপির সংসদ সদস্য আলহাজ মোশাররফ হোসেনের পদত্যাগের পর বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন শূন্য আসনে ওয়ামী লীগের প্রার্থী হতে চান।

আজ বুধবার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে আশরাফুল (হিরো আলম) বলেন, আমি আবার নির্বাচন করতে যাচ্ছি। তফসিলে ঘোষনা হয়েছে। এবার উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে চাই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য যারা ভালো কাজ করছেন তাদের সঙ্গী হিসেবে নিচ্ছেন। আমিও তাদের সঙ্গী হতে চবাই। তাই এরই মধ্যে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি নৌকার নমিনেশন পাবো।

হিরো আলম বলেন, যদি আমাকে নৌকা প্রতীক দেওয়া হয় তাহলে নির্বাচন করব। যদি না দেওয়া হয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নেব।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল