banglahour

অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারিতে

বিনোদন | বিনোদন প্রতিবেদক

(১ বছর আগে) ৮ জানুয়ারি ২০২৩, রবিবার, ৪:৩১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫৮ অপরাহ্ন

রিকশা গার্ল

জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ‘রিকশা গার্ল’ সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। ৭ জানুয়ারি শনিবার রাতে ঢাকা লিট ফেস্টে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে তিনি একথা জানান।

অমিতাভ রেজা চৌধুরী বলেন, আশা করছি আগামী মাসে (ফেব্রুয়ারি) সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখতে পাওয়া যাবে।

তিনি বলেন, ‘সিনেমাটি মিতালি পারকিন্স-এর রিকশা গার্ল উপন্যাস অবলম্বনে নির্মিত। তবে উপন্যাসে রিকশা পেইন্টের বিষয়টি ছিল না। আমি এটা রাখতে চেয়েছি এবং রেখেছি।’

আয়নাবাজি খ্যাত এই পরিচালক জানান, তিনি চেষ্টা করেছেন সিনেমায় কালারকে প্রাধান্য দিতে। সেভাবেই এর লাইট ও কস্টিউম ডিজাইন করা হয়েছে।

‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে শুরুতেই বাজিমাত করেছেন অমিতাভ রেজা চৌধুরী। এবার তার পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’। ফেব্রুয়ারিতে মুক্তি দেয়ার পরিকল্পনা কথা জানানা জাগো নিউজকে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

২০১৬ সালে সিনেমাটি নিয়ে প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হয়েছে বেশ অনেক দিন আগেই। ইতোমধ্যে বিভিন্ন উৎসবসহ যুক্তরাষ্ট্রের ১৮ অঙ্গরাজ্যের ৫২ শহরে প্রদর্শিত ছবিটি প্রদর্শিত হয়েছে।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। ‘নাইমা’ নামের এক কিশোরী’কে ঘিরে আবর্তিত হয়েছে ‘রিকশা গার্ল’ ছবিটির গল্প। শিল্পী নভেরা রহমান সিনেমাতে ‘নাইমা’ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, এ্যালেন শুভ্রসহ আরও অনেকে  অভিনয় করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল