ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় তিন লাখ টন চাল বিতরণ হবে

জাতীয় | অনলাইন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ১১:৩৪ পূর্বাহ্ন

banglahour

ঢাকা, সোমবার: আসন্ন রমজান উপলক্ষে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মার্চ ও এপ্রিল মাসে দেড় লাখ টন করে মোট তিন লাখ টন চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সোমবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, "রমজান মাসে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্রবিশেষে বিনামূল্যে বিতরণ করা হবে। এ কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।"

তিনি আরও জানান, ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার। পাশাপাশি, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মাধ্যমে আরও এক লাখ টন চাল বিতরণ করা হবে, যার মধ্যে ৫০ হাজার টন করে দুই মাসে সরবরাহ করা হবে। এছাড়া, ওএমএসের মাধ্যমে আরও এক লাখ টন চাল দেওয়া হবে।

উপদেষ্টা আরও বলেন, "ঈদের সময় এক কোটি পরিবার ১০ কেজি করে বিনামূল্যে চাল পাবে। বাজারে চালের দাম নিয়ন্ত্রণে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

তিনি উল্লেখ করেন, বিতরণ কার্যক্রমের প্রধান তদারকির দায়িত্বে থাকবেন জেলা প্রশাসকগণ। ঢাকার সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও কঠোরভাবে তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা বিভাগের কমিশনারের সঙ্গে আলাদাভাবে বৈঠক করা হয়েছে এবং ভবিষ্যতেও এ বিষয়ে আরও আলোচনা করা হবে বলে জানান তিনি।

এ সময় খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com