-67c97aa0e8363.jpg)
মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে ৭৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। আটকদের মধ্যে ১১ বাংলাদেশি রয়েছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) জোহর রাজ্যের জেআইএমের পরিচালক দাতুক রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার বিকাল ৩টার দিকে পান্ডান পাইকারি বাজারের আশপাশে প্রথম অভিযান চালানো হয়। বৈধ পারমিট ছাড়া কাজ করা বিদেশিদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের কাছে তথ্য পাওয়ার পর এই অভিযান চালানো হয়েছে।
অভিযানে, ২০টি স্থান পরিদর্শন ও ৬৬ ব্যক্তিকে তল্লাশি করা হয় এবং বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য ৩৫ বিদেশিকে আটক করা হয়।
অন্যদিকে বুধবার রাত সাড়ে ১২ টায় বন্দর বারু পারমাস জায়ায় পরিচালিত অপারেশন সাপুতে ৯ টি দোকানঘর পরিদর্শন করা হয়। এতে মোট ৬৪ বিদেশিকে তল্লাশি করা হয়েছে এবং তাদের মধ্যে ৪০ জনকে আরও তদন্তের জন্য আটক করা হয়েছে।
আটকদের মধ্যে মিয়ানমারের ২১ পুরুষ ও ৯ নারী, বাংলাদেশের ১১ পুরুষ, পাকিস্তানের ২ পুরুষ এবং ইন্দোনেশিয়ার ১১ পুরুষ ও ১৯ নারী এবং ২ ভিয়েতনামি রয়েছেন। এদের বয়স ১৮ থেকে ৫৫ বছর।