
ঢাকার ধামরাইয়ের একটি পরিত্যক্ত জমি থেকে পুলিশ এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে। বুধবার দুপুরের দিকে কুল্লা ইউনিয়নের মাখুলিয়া এলাকায় একটি আবাসন প্রকল্পের ভেতরে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির শার্ট এবং প্যান্ট পরা অবস্থায় পাওয়া গেছে। তবে তার মুখ ফুলে গেছে এবং বিকৃত হয়ে গেছে, যার ফলে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। কর্তৃপক্ষের ধারণা, ৩৫ থেকে ৪০ বছর বয়সী ওই ব্যক্তি মৃতদেহ আবিষ্কারের কমপক্ষে ৫-৬ দিন আগে মারা গেছেন।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন যে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য এটি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
মৃত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর কারণ নির্ধারণের জন্য আরও তদন্ত চলছে।