ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ঘুষ নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ১৪ মার্চ ২০২৫, শুক্রবার, ৭:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:০১ অপরাহ্ন

banglahour

ঢাকার ধামরাইয়ের যাদবপুর ভুবনমোহন স্কুল অ্যান্ড কলেজে ঘুষ নিয়ে চাকরির জাল নিয়োগপত্র দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠান থেকে বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থাকায় বহিস্কৃত সাবেক প্রধান শিক্ষক আলী হায়দার ও অফিস সহকারী শফিকুলের বিরুদ্ধে। এমনকি ধামরাই উপজেলা পরিষদের সাবেক ইউএনও সামিউল হকের স্বাক্ষর জাল করে নিয়োগপত্র তৈরি করেছেন আলী হায়দার।

গত বুধবার (১২ মার্চ) চাকরির নিয়োগপত্র নিয়ে যাদবপুর ভূবন মোহন স্কুল এন্ড কলেজে আসেন রিমন হোসাইন ও তার স্ত্রীর বড় ভাই কামাল উদ্দীন। রিমন হোসাইন চাকরিতে যোগদান করতে এসে জানতে পারেন তার নিয়োগপত্রটি ভুয়া। প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক আলী হায়দার চাকরি প্রার্থীর নিকট থেকে চার লক্ষ টাকা নিয়েছেন চাকরি দেয়ার কথা বলে।

ভুক্তভোগীদের একজন কামাল উদ্দিন বলেছেন, “আলি হায়দার আমার বোন জামাইকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিকাশ ও নগদ অর্থ সহ বিভিন্ন মাধ্যমে আমার কাছ থেকে চার লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন। পরে, তিনি আমাদের একটি জাল নিয়োগপত্র এবং ফেব্রুয়ারির বেতন বেতন দিয়েছিলেন। আমরা যখন কলেজে যাই, তখন বুঝতে পারি যে নথিগুলি সম্পূর্ণ জাল।” তিনি অফিস সহকারী শফিকুলকে সহযোগী হিসেবে কাজ করার অভিযোগও করেছেন, দাবি করেছেন যে শফিকুল নিজেকে কলেজের সভাপতি হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং এমনকি তাদের সাথে ফোনে যোগাযোগ করেছিলেন।

চাকরি প্রার্থী ভুক্তভোগী মো. রিমন হোসাইন বলেন, “শফিকুল এবং প্রাক্তন অধ্যক্ষ চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমার কাছ থেকে চার লক্ষ টাকা নিয়েছিলেন। তারা আমাকে জাল কাগজপত্র সরবরাহ করেছিলেন এবং এমনকি কলেজ বন্ধ থাকাকালীন এক মাসের বেতনও দিয়েছিলেন। আজ যখন আমি কলেজে আসি, তখন আমি বুঝতে পারি সবকিছুই জালিয়াতি।”আর শফিকুল, যিনি নিজেকে কলেজের সভাপতি বলে মিথ্যা দাবি করেছিলেন, তিনি আসলে অফিস সহকারী ছিলেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিসেস আকলিমা আক্তার জালিয়াতির বিষয়টি নিশ্চিত করে বলেন, “স্কুলে পৌঁছানোর কিছুক্ষণ পরেই দুজন ব্যক্তি নিয়োগপত্র নিয়ে আমার কাছে আসেন। নিয়োগপএে প্রাক্তন ইউএনও জনাব সামিউল হক এবং প্রাক্তন অধ্যক্ষের জাল স্বাক্ষর দেখতে পাই। এরপর আমি গভর্নিং বডির সদস্য মনির হোসেনকে ডেকে পাঠাই, যিনি নিশ্চিত করেন যে সমস্ত নথি জাল। ২০২৪ সালে যখন এই নিয়োগপত্র দেয়া  হয়েছিল, তখন প্রাক্তন অধ্যক্ষ এবং প্রাক্তন ইউএনও উভয়ই তাদের পদে ছিলেন না।”

মিসেস আক্তার আশ্বাস দিয়েছেন যে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। “আমরা ইতিমধ্যেই উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করেছি এবং পরবর্তী পদক্ষেপের জন্য ইউএনওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি,” তিনি আরও বলেন। ভুক্তভোগীরা এখন ন্যায়বিচার চাইছেন, জালিয়াতির জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com