
দুবাইয়ের একটি মার্কিন হাসপাতালে পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯।
আজ রোববার (৫ জানুয়ারি) তার পরিবার এ তথ্য নিশ্চিত করে। পারভেজ মোশাররফ গত বছরের জুনে তিন সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন।
সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুর পরই জারি করা এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আন্তরিক শোক প্রকাশ করেছে। সেনাবাহিনীর মিডিয়া উইং বলেছে, আল্লাহ মরহুমের আত্মার মাগফেরাত করুন এবং শোকাহত পরিবারকে শক্তি দিন। পারভেজ মোশাররফ ১৯৯৮ সালে জেনারেল পদে উন্নীত হন ও পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্ব পান।