
বকেয়া বেতন ও পাওনা পরিশোধের দাবিতে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করেছে নাসা গ্রুপের শ্রমিকরা। বুধবার সকালে শ্রমিকরা সড়কে নামলে যান চলাচলে বিঘ্ন ঘটে।
এ সময় আন্দোলনরত শ্রমিকরা আশপাশের খোলা কারখানায় প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রায় ১১টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থায় রয়েছে।