
ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় ফারুক গংদের বিরুদ্ধে তোফাজ্জল, সোহান ও তাদের পরিবারকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ভৈরব টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী কামাল মিয়া ও তার পরিবার।
লিখিত অভিযোগে তারা জানান, গত ২৪ সেপ্টেম্বর বুধবার রাতে ফারুকের নেতৃত্বে তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তোফাজ্জল, সোহানসহ তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তোফাজ্জল ও সোহরাবের অস্ত্রোপচার করা হয়।
সংবাদ সম্মেলনে কামাল মিয়া অভিযোগ করেন, শুধু হামলাই নয়, হামলাকারীরা উল্টো ভৈরব থানায় দুইজন প্রবাসীসহ তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তারা হামলাকারী ফারুক গংদের দ্রুত গ্রেফতার এবং দায়েরকৃত মিথ্যা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় ইউপি সদস্য আল-আমিনসহ পরিবারের স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।