
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শহীদ জিয়া গবেষণা পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামানকে আহ্বায়ক এবং এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগের প্রফেসর ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ ইকতিয়ার উদ্দিনকে সদস্যসচিব করে এ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির যুগ্ন আহবায়ক করা হয়েছে স্ট্যাটিসটিক্স বিভাগের প্রফেসর মোঃ মেহেদী হাসান সিকদার, সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, প্লান্ট প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মুহাম্মদ ইকবাল হোসেন, সহকারী রেজিস্ট্রার মোঃ রিয়াজ কাঞ্চন শহীদ এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সেকশন অফিসার কে. এম. শাহাদাৎ হোসেন মিয়া।
কমিটির সদস্য করা হয়েছে এন্টোমলজি বিভাগের প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, এগ্রিকালচার অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, এগ্রিকালচারাল বোটানি বিভাগের চেয়ারম্যান প্রফেসর এম. জহুরুল হক, স্ট্যাটিসটিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইফতেখারুল আলম, এগ্রোফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান, হর্টিকালচার বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মালেক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের ডিন প্রফেসর মোঃ শহীদুল ইসলাম, ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন, প্রফেসর ড. মোঃ আহসানুর রেজা, সয়েল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. সগিরুল ইসলাম মজুমদার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ,
শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আমিনুল ইসলাম, হেলথ কেয়ার সেন্টারের চিফ মেডিকেল অফিসার (অ. দা.) ডাঃ মিজানুর রহমান মাহবুব, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডেপুটি রেজিস্ট্রার সালমা আক্তার, ভাইস-চ্যান্সেলর কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ শাহজালাল, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মোঃ জিয়াউদ্দিন, সহকারী রেজিস্ট্রার মোঃ আতাউর রহমান (ভেটেরিনারী), মোসাম্মৎ ডলি বেগম, লোকমান হোসেন মিঠু, সুইন আহমেদ, সেকশন অফিসার মোঃ শফিকুল ইসলাম এবং ক্যাশ ফান্ড অ্যান্ড পেনশন সেকশনের সেকশন অফিসার এস. এম. মেহেদী হাসান।
শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ আনিসুর রহমান আনিস নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদের মহানায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। বিশ্ববিদ্যালয় অঙ্গনে নবগঠিত এ কমিটি তাঁর আদর্শকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গবেষণা, সেমিনার ও প্রকাশনার মাধ্যমে শহীদ জিয়ার চিন্তা-দর্শনকে গভীরভাবে অনুধাবন করা এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করা আমাদের দায়িত্ব।”
আহ্বায়ক প্রফেসর বদিউজ্জামান বলেন,
“শহীদ জিয়ার স্বপ্ন ছিল আত্মনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়া। আমরা গবেষণা ও কার্যক্রমের মাধ্যমে সেই স্বপ্নকে এগিয়ে নিতে চাই। এই কমিটি জাতীয়তাবাদী চেতনা শক্তিশালী করতে কাজ করবে।”
সদস্যসচিব প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন বলেন,“শৃঙ্খলা, কর্ম ও দেশপ্রেম ছিল শহীদ জিয়ার মূল দর্শন। আমরা শিক্ষার্থী ও শিক্ষক সমাজের মধ্যে সেই দর্শন জাগ্রত করতে চাই। নবগঠিত আহ্বায়ক কমিটি এ লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”
পবিপ্রবিতে নবগঠিত শহীদ জিয়া গবেষণা পরিষদের আহ্বায়ক কমিটি বিশ্ববিদ্যালয় অঙ্গনে গবেষণা, শিক্ষা ও জাতীয়তাবাদী চেতনার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিএনপি ও জাতীয়তাবাদী ঘরানার গবেষণা-চর্চার এই প্ল্যাটফর্ম শহীদ জিয়ার অবদান, আত্মত্যাগ ও রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বকে আরও সুস্পষ্টভাবে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করবে।