
ঢাকা: ভারতীয় সিনেমা ‘ফারাজ’ নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে প্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাজধানীর গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছিল সিনেমাটি।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারী) বিচারপতি মো: খসরুজ্জামান ও বিচারপতি মো: ইকবাল কবিরের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
এর আগে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ সংবাদ সম্মেলন করেও দেশের প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি না দেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, ভারতীয় সিনেমাটিতে অবিন্তার পোশাকপরিচ্ছদ এমনভাবে দেখানো হয়েছে, যা আমাদের সভ্য সমাজে কখনো পরিধান করে না। এখানে মেয়েটিকে চারিত্রিকভাবে অবনমিত করা হয়েছে। বাংলাদেশের র্যাব-পুলিশকে এখানে ব্যর্থ দেখানো হয়েছে। এসব কারণে বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে সিনেমাটি আসা উচিত নয় বলে মনে করছেন আদালতে রিটের পক্ষের আইনজীবী আহসানুল করীম।