
২ সন্তানের জননী গৃহবধূ আয়েশা বেগম কে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেন পাষান্ড স্বামী লিটন রাড়ী। বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের আবদা গ্রামে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ঐ গ্রামের কাশেম বাড়ীর ছেলে লিটন তার স্ত্রী আয়েশা বেগম কে শারীরিক নির্যাতন করে আসছেন। ২ সন্তানের জননী আয়েশা বিবাহের পর থেকে শারীরিক নির্যাতনের শিকার।
গত ২৭ শে সেপ্টেম্বর সকাল দশটায় লিটন রাড়ী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী আয়েশা বেগম কে এলোপাথাড়ি পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আয়েশা বর্তমান হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে কাতরাচ্ছে।
আয়েশা বেগমের বাবা আবদুল জলিল জানান তার মেয়ের সুখের জন্য ২ লক্ষ টাকার গাছ বিক্রি করে জামাতাকে দিয়েছে। এছাড়াও বিভিন্ন সময় লক্ষ লক্ষ টাকা নিয়েছে।মেয়ের সুখের কথা চিন্তা করে তিনি অনেক করেছিলেন।সেই মেয়েকে পাষান্ড স্বামী এভাবে মারতে পারে? আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।