ঢাকা, ১২ মে ২০২৪, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

শাহজালাল বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা পাচারকালে ২ যাত্রী আটক

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৫ অক্টোবর ২০২২, শনিবার, ১০:৩১ অপরাহ্ন

banglahour

শাহজালাল বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা পাচারকালে ২ যাত্রী আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা পাচারের চেষ্টাকালে ২ জন বহির্গমন যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এসময় যাত্রীদের কাছ থেকে ১ লক্ষ ৪০ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়।

১৫ অক্টোবর ভোর ৫টার দিকে তাদেরকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, আজ ভোর পাঁচটায় সিংগাপুরগামী বিজি ০৫৮৪ ফ্লাইটের যাত্রী ছিলেন যশোরের মো. আসাদুজ্জামান নূর (২৮) এবং ঢাকার মো. লিটন শিকদার(৪৭)। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়াতে এপিবিএনের গোয়েন্দা দল তাদের আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন যে, তাদের আন্ডারওয়ারের ভিতরে লুকিয়ে তারা সৌদি রিয়াল পাচারের চেষ্টা করছেন। পরবর্তীতে নিজেরাই তাদের পরিধেয় আন্ডাওয়ারের ভেতর থেকে সৌদি রিয়াল বের করে দেন।

এসময় যাত্রী মো. আসাদুজ্জামানের কাছ থেকে ৮০০০০ সৌদি রিয়াল এবং যাত্রী মো. লিটন শিকদারের কাছ থেকে ৬০০০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়।

প্রচলিত আইন অনুযায়ী যাত্রীদের কাস্টমস কর্তৃপক্ষের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com