ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

সাতক্ষীরা সীমান্তে বিজিবি অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সারাদেশ | সাতক্ষীরা প্রতিনিধি

(১ বছর আগে) ১৬ অক্টোবর ২০২২, রবিবার, ৭:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২৫ অপরাহ্ন

banglahour

সাতক্ষীরা সীমান্তে বিজিবি অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সাতক্ষীরা সীমান্তে ভারতে পাচারের সময় ৫০৬ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার এবং ১টি মোটর সাইকেলসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি'র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

১৬ অক্টোবর রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

পাচারকারীর নাম মোঃ শামিমুল ইসলাম (৪০)। সে সাতক্ষীরার কলারোয়া থানার গ্যাড়াখালী গ্রামের মৃত সাজেদুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, রোববার সকালে বিজিবি'র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহমেদ-এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহলদল সাতক্ষীরা সদর থানাধীন বিনেরপোতা নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে টহলদল চোরাকারবারী কর্তৃক বাংলাদেশ হতে ভারতে পাচারের সময় ৫০৬ গ্রাম ওজনের ০৪টি স্বর্ণের বার এবং ০১টি মোটর সাইকেলসহ স্বর্ণ পাচারকারী শামিমুল ইসলামকে আটক করা হয়।

আটককৃত মোটরসাইকেলসহ আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহমদ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com