
ফাইল ফটো।
ঢাকা: বিদায়ী ২০২২ সালে আওয়ামী লীগ ব্যস্ত ছিল সংগঠন গোছানো ও রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ভাবে মোকাবিলায়। নেতাকর্মীদের উজ্জবিত করতে জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে সম্মেলন করে দলটি। বৃহৎ এই রাজনৈতিক দলটি, বিভাগীয় সমাবেশের পাশাপাশি জাতীয় সম্মেলনও শেষ করেছে বছরের শেষ ভাগে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতি এবং টানা ৩য় বার ওবায়দুল কাদেরকে সাধারন সম্পাদক নির্বাচিত করে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ ইতিহাস ঐহিত্য ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দলটি ২০২২ সাল কাটিয়েছে তৃণমুল চাঙ্গা করতেই। বছরের শেষভাগে চমক আসে জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় সভাপতি এবং টানা ৩য় মেয়াদে ওবায়দুল কাদেরকে সাধারন সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি নির্বাচন করেন কাউন্সিলররা।
বছরজুড়ে বিভিন্ন জেলায় সম্মেলন করে নতুন নতুন নেতৃত্ব নির্বাচন করে দলটি। সম্মেলনগুলোতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা।
এরমধ্যে কেন্দ্রীয় সম্মেলনের আগেই আওয়ামী লীগ শেষ করে মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ এবং ছাত্রলীগের সম্মেলন। নতুন নতুন নেতৃত্ব আসে সহযোগী সংগঠনগুলোতে।
২০২৪ সালের দ্বাদশ নির্বাচন সামনে রেখে বছরজুড়ে বিভাগীয় সমাবেশ করে আওয়ামী লীগ। এরমধ্যেই যশোর, চট্রগ্রাম, কক্সবাজারে মহাসমাবেশ করে দলটি।
১০ ডিসেম্বর ঘিরে রাজনৈতিক মাঝে ব্যাপক উত্তেজনার সৃস্টি হয়। সে সময়েও নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে থাকে আওয়ামী লীগ। সমাবেশ করে রাজধানীতেও।