ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

অর্থ আত্মসাতের মামলায় কুমিল্লায় পোস্টমাস্টারের ১০ বছরের কারাদণ্ড

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৩ মার্চ ২০২৩, সোমবার, ৭:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২৫ অপরাহ্ন

banglahour

সরকারি অর্থ আত্মসাতের মামলায় কুমিল্লা জেলার বাঞ্ছারামপুর উপজেলার মজিবুর রহমানের পুত্র পোস্টমাস্টার মোঃ আরিফুর রহমান ভূইয়া কে রবিবার (১২ই মার্চ ২০২৩) ১০ বছরের কারাদণ্ড ও ২,৯০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করেছে কুমিল্লার বিশেষ জজ আদালত।

ঘটনার বিবরনে জানা যায় যে,বাঞ্ছারামপুরের পোস্টমাস্টার মোঃ আরিফুর রহমান ভূইয়া গত ১৪ই মে ২০০২ সালে মোঃ তৌফিকুল ইসলাম নামের একজন আমানতকারীর কাছ থেকে সঞ্চয়ের উদ্দেশ্যে পাশ বইয়ে স্বাক্ষর করে ২,৯০,০০০/- টাকা গ্রহণ করে, এবং সরকারী খাতে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়।

এ অভিযোগের প্রেক্ষিতে ডাক বিভাগ তার বিরুদ্ধে ৪০৯ ধারায় মামলা দায়ে করে ডাক বিভাগ। মামলাটি অধিকতর তদন চার্জশীট দাখিল করেন কুমিল্লা দুদকের সহকারী পরিচালক জনাব মোঃ নূরুল হুদা, চার্জশীট নং-২০।

১২ই মার্চ ২০২৩ (রবিবার) কুমিল্লা বিশেষ জজ আদালত আসামী  আরিফুর রহমান ভূঁইয়া-কে ৪০৯ ধারায় ৫ বছর সশ্রম কারাদন্ড ও ২,৯০,০০০/- টাকা জরিমানা, ৪৭৭ (ক) ধারায় ৩ বছর সশ্রম কারাদন্ড এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ০২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে।

 

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com