
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বাস যাত্রী সকলে ওমরাহ পালন করার উদ্দেশ্য মক্কার অভিমুখে যাচ্ছিলেন। দেশটির সংবাদ মাধ্যমে এটিকে বছরের সবচেয়ে ভয়াবহতম সড়ক দুর্ঘটনা বলছেন।
গতকাল সোমবার (২৭ মার্চ) আসির প্রদেশের আকাবাত সড়কের একটি ব্রিজে এ হতাহতের ঘটনা ঘটে। বাস যাত্রীদের কারো পরিচয় জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যম বলছে, ওমরাহ পালনের উদ্দেশ্যে আরোহী বাসযাত্রীরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত।
সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন আল-আখিবাত জানিয়েছে, মক্কায় ওমরাহর যাত্রীবাহী একটি বাস আসির প্রদেশে পৌছলে ব্রেক ফেইল করে ব্রিজের সাথে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। এতে ভয়াবহ দুর্ঘটনায় ২০ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়। হতাহত ব্যক্তিদের নিকটতম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
বাসটি খামিশ মুশাইত শহর থেকে যাত্রী নিয়ে ওমরাহর উদ্দেশ্য মক্কায় যাচ্ছিল।
নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সেতুর শেষ প্রান্তে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে আগুন ধরে। খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট ঘটনা স্থলে ছুটে যায়। এবং সর্বসাধারণের জন্য জায়গাটি প্রবেশ বন্ধ করে দেয়। ঠটনায় কবলিত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করেন।
বার্তা সংস্থা এসপিএ জানায়, আকাবাত শার ১৪ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা ৪০ বছরেরও বেশি সময় পূর্বে যাত্রী সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল।
পর্বত কেটে বানানো সড়কটিতে ১১টি টানেল ও ৩২টি সেতু রয়েছে।