
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে শনিবার (১ এপ্রিল) সকাল ৮টায় ভারতে উড়াল দিয়েছেন মুস্তাফিজুর রহমান। কোনো নিয়মিত ফ্লাইটে নয়, মুস্তাফিজ ঢাকা থেকে দলের উদ্দেশে উড়াল দিয়েছেন চার্টার্ড ফ্লাইট অর্থাৎ ভাড়া করা বিমানে।
এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এবারের আসরের নিলামের আগে ফিজকে ধরে রাখে দিল্লি।
এবারের আসরে নিয়মিত অধিনায়ক রিসভ প্যান্টের অনুপস্থিতিতে দিল্লির নেতৃত্বে থাকবেন অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার।
উল্লেখ্য ওয়ার্নারের নেতৃত্বে ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নিজের প্রথম আইপিএলে শিরোপা জিতেছিলেন মুস্তাফিজুর রহমান। উক্ত আসরে সেরা উদীয়মান খেলা নির্বাচিত হয়েছিলেন দ্যা ফিজ।