ঢাকা, ১৫ মে ২০২৪, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

নারী আম্পায়ার নিয়ে বিতর্ক কেন?

খেলা | অনলাইন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ৯:৫৯ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে এক নারী আম্পায়ারকে ঘিরে। ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) প্রথমবারের মতো অভিষেক হয় নারী আম্পায়ার সাথিরা জাকির জেসির। ২৫শে এপ্রিল মিরপুর শেরেবাংলা মাঠে মোহামেডানের বিপক্ষে প্রাইম ব্যাংকের গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ার হিসেবে যাত্রা শুরু করেন সাবেক ক্রিকেটার জেসি। সুপার লীগের ম্যাচে সবই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ করেই কয়েকটি সংবাদ মাধ্যমের খবর নারী আম্পায়ার বলে খেলতে চাননি জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ। প্রাইম ব্যাংকের এই দুই ক্রিকেটারই নয় মোহামেডানের ক্লাব কর্মকর্তারাও আপত্তি তুলেছেন। এই সংবাদের পরই দেশের নারীবাদীরা প্রতিবাদের ঝড় তোলে। শাস্তি দাবি করা হয় মুশফিক ও রিয়াদের। তবে দুটি ক্লাবের পক্ষ থেকেই দাবি করা হয়েছেন ক্রিকেটাররা তো পরের বিষয় তারা নিজেরাও এ নিয়ে কোনো আপত্তি করেনি। শেষ পর্যন্ত যে বিতর্ক গড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন পর্যন্ত।


এ নিয়ে গতকাল সাভারে পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) এক অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের প্রশ্নে পাপন বলেন, ‘আমি আসলে এ ব্যাপারে কিছুই জানি না। আম্পায়ার্স কমিটির সঙ্গে কথা হলো, এ ব্যাপারে তারা তো আমাকে কিছুই জানায়নি। আমার তো সোশ্যাল মিডিয়ায় নাই, তাই এ ধরনের কোনো কিছুই আমি জানি না।’ 
নারী আম্পায়ারের পরিচালনায় না খেলতে চাওয়ার অভিযোগ রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সাথিরা জাকির জেসির উপস্থিতিতে কেবল নারী বলেই ম্যাচে নামতে চায়নি বড় দুই ক্লাব। কিন্তু দিন গড়াতেই জানা যায়, নারী আম্পায়ার নয়, বরং ম্যাচ পরিচালনার অভিজ্ঞতার কথা বিবেচনা করেই মূলত আপত্তি জানিয়েছিল তারা। এ বিষয়ে মোহামেডানের ক্রিকেট সমন্বয়ক তরিকুল ইসলাম টিটু জানিয়েছেন, ‘আমরা আসলে আপত্তি তুলিনি। আমরা এমনিতে বলাবলি করছিলাম যে ম্যাচের মেরিট অনুযায়ী তো এত বড় ম্যাচে জেসি আম্পায়ার হতে পারে না। আমরা বলছিলাম এত বড় ম্যাচে আরও ভালো আম্পায়ার দরকার ছিল। আমরা অফিসিয়ালি অভিযোগ করিনি, অফিসিয়ালি অভিযোগ করবো কেন। আমরা ওরকম ভাবে রিপোর্ট-টিপোর্ট করিনি। আমাদের ধারণা ছিল তিনি নতুন আম্পায়ার, লিস্ট-এ ক্রিকেটে এ বছরই প্রথম খেলা পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই অভিজ্ঞতা কম। আমরা সাধারণত এসব ম্যাচে সিনিয়র আম্পায়ার চাই।’ অন্যদিকে  প্রাইম ব্যাংক ম্যানেজার শিকদার আবুল হাশেম কঙ্কন বলেন, ‘মহিলা আম্পায়ার দেবে এটা তো জানি না আমরা।

বাংলাদেশে মহিলা আম্পায়ারের অভিজ্ঞতা কেমন এটা তো আমরা সবাই জানি। আপত্তি করি না। যেহেতু এটা বড় ম্যাচ, এখানে নিয়মিত যারা করে তাদের আশা করছিলাম। মহিলা আম্পায়ার দেখেন যেটা এলবিডব্লিউ সেটা দেয় নাই, যেটা হয় নাই সেটা দিছে। আমরা ম্যাচ শুরুর আগেও কিছু বলিনি। এমনিতে নিজেরা আলাপ করেছি। সিসিডিএমের কাউকে বলিনি। নিজেরাই আলাপ করেছি। সেটা তার অনভিজ্ঞতার জন্যই।’ তামিম-মোস্তাফিজ নিয়ে বিসিবি’র সভাপতির সেই পুরনো বক্তব্য  দেশের ক্রিকেটে তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে যেন আলোচনা শেষই হচ্ছে না।

কবে মাঠের ক্রিকেটে ফিরবেন তামিম! এ নিয়ে তো বছর ধরেই চলে আলোচনা। সেই সঙ্গে যুক্ত হয়েছের পেসার মোস্তাফিজকে কেন আইপিএল থেকে ফিরিয়ে আনা হচ্ছে তা নিয়ে নানা প্রশ্ন! এরমধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়কের ফেরা নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন শোনা গেলেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন তার সেই পুরনো বক্তব্যই। তিনি বলেন, ‘তামিমের জাতীয় দলে খেলার ব্যাপারটা পুরোপুরি বোর্ডের ওপর নির্ভর করছে এমনটা নয়। এটা আসলে তামিমের সিদ্ধান্তের ওপরেও নির্ভর করছে। সর্বশেষ আমার সঙ্গে যতটুকু কথা হয়েছিল, সে (তামিম) প্রথমে জালাল ইউনুস অপারেশনস সাইড এবং আমাদের সিরাজ ভাইয়ের সঙ্গে বসবে। তারপরে আমার সঙ্গে বসবে। ওনাদের সঙ্গে বসেছে। এখন আমার সঙ্গে বসবে। আমি যেটা শুনেছি, সে সামনের বছর থেকে খেলবে।’ মোস্তাফিজ যদি আইপিএল খেলতো তাহলে সে বেশি লাভবান হতো কিনা এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আইপিএল লাভবান হতো। আমরা কীভাবে লাভবান হবো।’

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com