ঢাকা, ১৩ মে ২০২৪, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

গণভবনে ইফতার মাহফিল বাদ দিয়ে অন্যন্য দৃষ্টান্ত রেখেছেন প্রধানমন্ত্রী- আইইবি।

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৬ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার, ৬:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৫৩ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: দেশের প্রাচীন পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ (আইইবি) নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৫৩ বছরে বাংলাদেশে অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। উন্নয়ন বান্ধব, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রকৌশলীরা শুধু উন্নয়নেই নয় দেশের যেকোন সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছে। 

করোনার সময় আইইবি থেকে ৪৫০০ হাজার অক্সিজেন সিলিন্ডার সারাদেশে দেওয়া হয়েছে। এবার প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আইইবির হেডকোয়ার্টারসহ সকল কেন্দ্রের ইফতার মাহফিল বাদ দিয়ে গরীব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরন করছে৷ গণভবনে ইফতার মাহফিল বাদ দিয়ে অন্যন্য দৃষ্টান্ত রেখেছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উদ্যোগে অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরনের সময় আইইবি নেতারা এইসব কথা বলেন।

আইইবির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ নুরুজ্জামান বলেন, প্রত্যেক বারই আমরা ইফতার মাহফিল করতাম, এবারই সেই কর্মসূচির পরিবর্তে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অসহায় ও দুঃস্থদের সাথে নিয়ে ইফতার করছি।

আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন শীবলু বলেন, মানবতার কল্যাণে প্রকৌশলীরা সবসময় জাতির পাশে ছিল৷ আজকের এই ইফতার কর্মসূচির মাধ্যমে সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।  

নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম মঞ্জুরুল হক মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী গণভবনের ইফতার মাহফিল বাতিল করে সারাবিশ্বের  জন্য উদাহরণ তৈরি করেছেন। তিনি সত্যিকারের মানবতার নেত্রী তা প্রমান করেছেন।

আইইবির ঢাকা সেন্টারের নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, অসহায় ও দুঃস্থদের সাথে ইফতারের নির্দেশ দেওয়ায় প্রধানমন্ত্রী মহত্ত্বের পরিচয় দিয়েছেন৷ অন্য দলগুলো যেখানে ফাইভ স্টার হোটেলে ব্যস্ত ইফতার মাহফিল নিয়ে সেখানে আমরা অসহায় মানুষের সাথে ইফতার করছি।

আইইবি চত্ত্বরে খাবার বিতরণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ উনার পরিবারের সকল সদস্য ও মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি ও দেশবাসীর মঙ্গল কামনা করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন আইইবির ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোল্লা মোঃ আবুল হোসেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কৃষি কৌশল বিভাগের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন ভূইয়া, সম্পাদক প্রকৌশলী মোঃ মিছবাহুজ্জামান চন্দনসহ আইইবির বিভিন্ন বিভাগের নবনির্বাচিত কমিটির সদস্যসহ ও আইইবি সকল নেতৃত্ববৃন্দ ।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com