ঢাকা, ১৫ মে ২০২৪, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বান্দরবান-মিয়ানমার সীমান্তে গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা

সারাদেশ |

(১ বছর আগে) ২৩ অক্টোবর ২০২২, রবিবার, ১:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৩৭ অপরাহ্ন

banglahour

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে গতকাল শনিবার সকালে গোলাগুলি শুরু হয়, চলে দিনভর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোলাগুলির মাত্রাও বাড়ে। এতে সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমান্তের চেরারমাঠসহ কয়েকটি এলাকার মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পাশের গ্রামে আশ্রয় নিয়েছেন।

এর আগে সর্বশেষ ১০ অক্টোবর নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারে গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রায় ১২ দিন পর গতকাল সেখানে আবার গোলাগুলি শুরু হয়েছে।

নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার বলেন, সীমান্তের ৪৩ পিলার থেকে দোছড়ি ইউনিয়নের ৫০ পিলার পর্যন্ত এলাকাজুড়ে ব্যাপক গোলাগুলি চলছে। এ জন্য তার ইউনিয়নের চেরারমাঠ, ফুলতলি, জামছড়িসহ কয়েকটি সীমান্তঘেঁষা পাড়ার লোকজনকে সরিয়ে থাকতে বলা হয়েছে। বেশ কয়েক দিন ধরে ওই এলাকার মিয়ানমারের সীমান্তরক্ষীদের সীমান্তচৌকিগুলো বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) দখলে ছিল।

নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস বলেন, সদর ও দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির কথা শুনেছি। সীমান্তে বসবাসরত সবাইকে নিরাপদে চলাফেরার নির্দেশনা দিতে চেয়ারম্যানদের বলে দিয়েছি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com