ঢাকা, ২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

গোপালগঞ্জে জমি-জমার বিরোধের জেরে হামলা: নারীসহ আহত ৩

সারাদেশ | মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা:

(১ বছর আগে) ২৫ এপ্রিল ২০২৩, মঙ্গলবার, ২:২৭ অপরাহ্ন

banglahour

গোপালগঞ্জে জমি-জমার বিরোধের জেরে হামলা

গোপালগঞ্জের মুকসুদপুরে জমি-জমার বিরোধের জেরে হামলা, বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে নারীসহ একই পরিবারের ৩ সদস্য আহত আহত হয়েছেন। এসময় আক্রান্ত পরিবার জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ কল দিলে মুকসুদপুর থানার এস আই সজিব মন্ডল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

২৪ এপ্রিল সোমবার সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাট গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় দাসের হাট গ্রামের আলমগীর গাজী বাদী হয়ে একই গ্রামের নুরু গাজী, হাফিজুর গাজী ও রহিমা বেগমকে আসামী করে মুকসুদপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, প্রতিপক্ষরা আলমগীর গাজীর আপন ভাই। পৈত্রিক সম্পত্তি তাকে বুঝিয়ে না দিয়ে তারা জোরপুর্বক ভোগ দখল করে আসছে। পৈত্রিক সম্পত্তি বুঝে নিতে চাইলেই তাকে এবং তার ছেলে ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করে এবং বাড়ি ঘর ভাংচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করেছে। এছাড়াও নগদ টাকা ও স্বর্ণ লুট করেছে।

এই ঘটনায় অভিযুক্ত নুরু গাজী জানায়, সকালে জমিজমা নিয়ে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। পরে আমার ছোট ভাই হাফিজুর গাজী ক্ষিপ্ত হয়ে বড় ভাই আলমগীর গাজীদের মারধর ও তার ঘর ভাংচুর করেছে।

আলমগীর গাজী জানায়, আমাদের পৈত্রিক সম্পত্তি ভাইদের কাছে বুঝে নিতে চাইলেই তারা আমাকে মারধর করে। এর আগেও কয়েকবার মারধর করেছে। আমি দেশের আইনের কাছে আমাকে নির্যাতনের বিচার দাবি জানাচ্ছি।

মুকসুদপুর থানার থানার এস আই সজিব মন্ডল জানান, ৯৯৯ কল পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ভিকটিম অভিযোগ দায়ের করেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com