
রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর উমানে চার শিশুসহ ২৩ জন নিহত হয়েছেন।
শনিবার (২৯ এপ্রিল) সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
উমানের আবাসিক এলাকায় প্রায় ৮০ হাজার মানুষের বসবাস। উমান শহরের আবাসিক ভবনে হামলার কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্রেন দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে।