
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান প্রবাসী বাংলাদেশীদের সতর্ক করে বলেছন, কুয়েতের বিভিন্ন স্থানে প্রশাসনিক অভিযান চালানো হয়েছে। বছরের ১ জানুয়ারি থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আবাসিক আইন লঙ্ঘনকারী বিভিন্ন দেশের ১১ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার।
কুয়েত সরকার বলছে, জনসংখ্যায় সামঞ্জস্য আনার পাশাপাশি আবাসিক ও কর্মসংস্থান আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যই এই পদক্ষেপ।
তাই প্রবাসীদের কুয়েতের সিভিল আইডি ও বৈধ কাগজপত্র তাদের সঙ্গে রাখার অনুরোধও করেন তিনি।