
ভারতের কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্রসৈকতের কাছে পর্যটকবাহী নৌকা ডুবে ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে। আঞ্চলিক দমকল কর্মকর্তা শিজু কে কে বলেন, এখন পর্যন্ত আমরা ২১টি লাশ উদ্ধার করেছি।
রবিবার (৭ মে) সন্ধ্যায় নৌকাটি ডুবে যায়। এতে প্রায় ৩০ জন আরোহী ছিল বলে জানা গেছে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে প্রত্যেককে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।