ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

শিগগিরই বাজারে আসছে ফ্লাইং কার

বিশ্ব | ইন্টারন্যাশনাল ডেস্ক

(১০ মাস আগে) ২৬ অক্টোবর ২০২২, বুধবার, ৫:০৯ অপরাহ্ন

banglahour

ফ্লাইং কার ‘এক্সপেং এক্স২’

এবার ফ্লাইং কার তথা উড়ুক গাড়ি গাড়ি নিয়ে এসেছে চিনের ইলেকট্রিক যানবাহন নির্মাণকারী প্রতিষ্ঠান এক্সপেং ইনক। গত ১০ অক্টোবর দুবাইয়ের আকাশে প্রথমবারের মতো ৯০ সেকেন্ডে উড়ার পর অবতরণ করে ‘এক্সপেং এক্স২’ নামের এ গাড়িটি।

‘এক্সপেং এক্স২’ গাড়ি ৩০০ ফুট ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ মাইল গতিতে ৩৫ মিনিট উড়তে পারে। খুব দ্রুত এই গাড়িটি বাণিজ্যিকভাবে বাজারে নিয়ে আসার ব্যপারে আশাবাদ ব্যক্ত করেছে এক্সপেং।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের তৈরি এ গাড়ি ব্যাটারিতে চলায় জ্বালানি খরচ হয় না।

তারা জানায়, উড়ুক্কু এ গাড়ির চারপাশে চারটি প্রপেলার রয়েছে। হেলিকপ্টারের আদলে গাড়িটি খাড়াভাবে ওঠানামা করতে পারে। ফলে রানওয়ের বদলে শহরের যেকোনো স্থানে ওঠানামা করতে পারবেন যাত্রীরা। ১৬ দশমিক ৩ ফুট উচ্চতা এবং ১৫ দশমিক ৭ ফুট লম্বা গাড়িটির ওজন ৫৬০ কেজি।

উড়ুক্কু এ গাড়িতে আসন রয়েছে দুটি। চাইলে রিমোট কন্ট্রোলের সাহায্যে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। ফলে চালক ছাড়াই একসঙ্গে দুজন যাত্রী নিয়ে উড়তে পারে গাড়িটি। যাত্রীদের নিরাপত্তায় প্যারাস্যুটও রয়েছে। ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকলে নিরাপদে নিচে নেমে আসা যাবে। ২০২৫ সালের মধ্যে বাণিজ্যিকভাবে এ গাড়ি বাজারজাত করা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
 

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com