
ঢাকা: দেশে এ বছর এ পর্যন্ত ডেঙ্গু রোগী ৩৩৯০ জন ঢাকার বাইরে ৮২৮ জন। মারা গেছে ২৬ জন। আক্রান্তরা শক সিনড্রোম, আর হেমারাইজিং ফেভারে মারা গেছে।
সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রী এ কথা তথ্য দেন। প্রথম পর্যায়ের সফলতা বিবেচনায় আরো ১৩২ টি সরকারি হাসপাতালে দ্বিতীয় পর্যায়ে চালু হবে বৈকালিক রোগী দেখা কার্যক্রম চালু হলো। এর আগের ৫১ টি হাসপাতালে ২ মাসে ১২ হাজার লোক সেবা নিয়েছে। সার্জারি ৭০০ এর বেশি। ৫১ লাখ টাকা ফিস হিসেবে যোগ হয়েছে।
মন্ত্রী জানান, দেশে এ পর্যন্ত সব মিলিয়ে ৩৬ কোটি ২১ লাখ টিকা দেয়া হয়েছে। প্রথম ডোজ ১৫ কোটি সাত লাখ, দিতীয় ডোজ ১৪ কোটি, প্রথম বুস্টার ডোজ ৬ কোটি ৭৫ লাখ ২য় বুস্টার ৩২ লাখ।