ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

পুলিশ পরিচয়ে চাঁদা দাবীর অভিযোগে রাজধানী গ্রেফতার ১

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৮ অক্টোবর ২০২২, শুক্রবার, ১২:৩৮ অপরাহ্ন

banglahour

পুলিশ পরিচয়ে চাঁদা দাবীর অভিযোগে রাজধানী গ্রেফতার ১

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবীর অভিযোগে একজন ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে র‌্যাব-২। ২৭ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন হুমায়ুন রোড এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের মোঃ সোহান শিকদার (২৪)। সে সাভার মডেল থানার আলী আকবর শিকদারের ছেলে।

র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাবের কাছে বেশ কিছু দিন ধরে তথ্য আসছে যে, একদল সন্ত্রাসী পুলিশের পরিচয় ব্যবহার করে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছে। এর প্রেক্ষিতে র‌্যাব-২-এর একটি বিশেষ দল বিষয়টি নিয়ে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২-এর একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন হুমায়ুন রোড এলাকা থেকে সোহানকে আটক করে।

এ সময় তার পুলিশের ট্রাকস্যুট, ১টি মোটরসাইকেল, ১টি সোল্ডার লাইট, ১টি টর্স লাইট এবং ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী চাঁদাবাজির সাথে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, সে বাংলাদেশ পুলিশের একজন সদস্য বলে পরিচয় দেয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশের পোষাক ব্যবহার করে ভুয়া পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রতারণা ও চাঁদা আদায় করাই ছিল তার মূল কাজ।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য অভিযান অব্যাহত রাখবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com