ঢাকা, ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

হুমকির মুখে পরিবেশ

নিয়মনীতি না মেনে যত্রতত্রগড়ে উঠছে অটোরাইস মিল

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৩ জুলাই ২০২৩, বৃহস্পতিবার, ২:৩৯ অপরাহ্ন

banglahour

ফাইল ফটো।

সিরাজগঞ্জে ররায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই নিয়মনীতিনা মেনেই যত্রতত্র গড়ে উঠছে অবৈধ মিলকারখানা। জনবসতি এলাকা, স্কুল ও তিন ফসলি জমিরপাশেই গড়ে উঠছে বিভিন্ন ধরনের অটোরাইস মিল। ফলে এ সকল মিলের কালো ধোয়া,বজ্র ও উড়ন্ত ছাইয়ের কারনে অনুপযোগী হয়ে উঠছে এখানকার পরিবেশ। আর এলাকাবাসী বলছে বিভিন্ন দপ্তর বারবার অভিযোগকরেও মিলছেনা কেনো প্রতিকার। 
সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা এলাকায় তিন ফসলি জমির শ্রেণী পরিবর্তন করে ঘনবসতি এলাকায় ও স্কুলের পাশেই অবৈধভাবে নতুন নতুন অটো রাইসমিল স্থাপন করছে কিছু প্রভাবশালী মহল। আর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও নিয়ম কানুন না মেনেই ফসলি জমির পাশে মিলকারখানা হওয়ায় জলবদ্ধতা সৃষ্টি ও দুর্গন্ধযুক্ত পানি ও মিলের নির্গত ধোঁয়া, বজ্র ও উড়ন্ত ছাইয়ের নিকটবর্তী গাছপালা জমির ফসলের ক্ষতিসহ নষ্ট হচ্ছে এই এলাকার পরিবেশ। স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি এলাকার বসত বাড়িগুলেতে বসবাসের অযোগ্য হয়েপড়েছে বলে জানান স্থানীয় এলাকাবাসী।

এদিকে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা বিঘ্নিত হওয়ায় বারবার বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কাজ হচ্ছেনা বলে জানালেন, চান্দাইকোনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল কমিটির সহ-সভাপতি। 
এসকল সমস্যা নিরসনে দ্রুতব্যবস্থা নিবে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এমনটাই প্রত্যাশা স্থানীয় এলাকাবাসীর।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com