ফাইল ফটো।
সিরাজগঞ্জে ররায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই নিয়মনীতিনা মেনেই যত্রতত্র গড়ে উঠছে অবৈধ মিলকারখানা। জনবসতি এলাকা, স্কুল ও তিন ফসলি জমিরপাশেই গড়ে উঠছে বিভিন্ন ধরনের অটোরাইস মিল। ফলে এ সকল মিলের কালো ধোয়া,বজ্র ও উড়ন্ত ছাইয়ের কারনে অনুপযোগী হয়ে উঠছে এখানকার পরিবেশ। আর এলাকাবাসী বলছে বিভিন্ন দপ্তর বারবার অভিযোগকরেও মিলছেনা কেনো প্রতিকার।
সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা এলাকায় তিন ফসলি জমির শ্রেণী পরিবর্তন করে ঘনবসতি এলাকায় ও স্কুলের পাশেই অবৈধভাবে নতুন নতুন অটো রাইসমিল স্থাপন করছে কিছু প্রভাবশালী মহল। আর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও নিয়ম কানুন না মেনেই ফসলি জমির পাশে মিলকারখানা হওয়ায় জলবদ্ধতা সৃষ্টি ও দুর্গন্ধযুক্ত পানি ও মিলের নির্গত ধোঁয়া, বজ্র ও উড়ন্ত ছাইয়ের নিকটবর্তী গাছপালা জমির ফসলের ক্ষতিসহ নষ্ট হচ্ছে এই এলাকার পরিবেশ। স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি এলাকার বসত বাড়িগুলেতে বসবাসের অযোগ্য হয়েপড়েছে বলে জানান স্থানীয় এলাকাবাসী।
এদিকে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা বিঘ্নিত হওয়ায় বারবার বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কাজ হচ্ছেনা বলে জানালেন, চান্দাইকোনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল কমিটির সহ-সভাপতি।
এসকল সমস্যা নিরসনে দ্রুতব্যবস্থা নিবে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এমনটাই প্রত্যাশা স্থানীয় এলাকাবাসীর।